গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘অদম্য ইচ্ছা’

মনটা খারাপ ছিল
যেন হৃদয়-আকাশে বিষণ্নতার ছায়া।
অবসাদে ক্লান্ত দেহ-মন,
গভীর নিশ্বাসে যেন ছিল ক্লান্তির ছাপ।
চূড়ায় ওঠার আগের মুহূর্তেই যেন-
পিছল খেয়ে নিচে চলে যাওয়ার অবস্থা।
তবে কি অধরাই থেকে যাবে আমার হৃদয়ের গহিনে লালিত স্বপ্ন!
কত বিনিদ্র রজনী যাপন করেছি,
কুঁড়ি হতে প্রস্ফুটিত ফুলের সৌরভ পেতে,
তিমির রজনীর বুকে কাটিয়েছি-
কতই না ক্লান্তির প্রহর তার কোনো হিসাব নেই।
শয়নে, স্বপনে ও নিশি জাগরণে-
তিলে তিলে নিজেকে নিঃশেষ করেছি।
সাগর মন্থন করে অমৃতের স্বাদ আস্বাদনের নিরন্তর চেষ্টা,
আমাকে প্রেরণা দিয়েছে মহামানবের সাগরতীরে মিলিত হবার।
আমি কি থেমে গেছি!
না, আমি থেমে নেই।
কষ্ট, দুঃখ, অবসাদ কোনোকিছু পারেনি আমার স্বপ্নকে দমাতে।
সাগরের ঢেউয়ের মতো আমি কতবার আছাড় খেয়েছি চলার পথে,
ঝড়ো হাওয়ায় বনস্পতির মতো টিকে আছি মাথা উঁচু করে।
একটুও কমেনি আমার উদ্দামতা, উচ্ছলতা এবং বিরামহীন কর্মের স্পৃহা।

Related Articles

Back to top button