গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘চিরন্তন খোঁজ’

আমি সেই মহিমান্বিত রাজাধিরাজের খোঁজে আছি,
ঐশী চিন্তার অপূর্ব এক জ্যোতির সন্ধানে আছি
যার স্মরণে প্রতিটি নিঃশ্বাসে আমার শিরা-উপশিরা ও ধমনিতে
বয়ে চলেছে বর্ধিষ্ণু উন্মাদনার শরাবি ঢেউ
যা প্রতিটি মুহূর্তে তীরে আছড়ে পড়ে সৃষ্টি করে
চলেছে আমার অন্তরাত্মার শূন্যতা ও হাহাকারের মহাসংগীত।
যার সুর মূর্ছনায় প্রকাশিত হয়
আবেগী মাতাল মনের নিঃশব্দ কান্না,
ইশকের আগুনে যেমনিভাবে দগ্ধ হয়েছিল লায়লা-মজনু
আমি সেই পরম আকাংক্ষিত ঐশ্বর্যের খোঁজে আছি।
এক জ্যোতির্ময় চুম্বকীয় সত্তার সন্ধানে আছি
যার ইশকের মহাসাগরে মহাপরীক্ষায় বিলীন হয়ে গেছে
কত আশেকের তৃষিত আত্মা
যার নিরেট হিসেব বোধহয় তিনিই একমাত্র জানেন।
যার দয়া ও অনুকম্পা ব্যতীত কে আছে
বাঁচে সাত আসমান ও জমিনের রাজত্বে
আমি সেই মহান চিরঞ্জীব বাদশাহের রাজপ্রাসাদের
সামনে বহু ক্রােশ দূরে রাস্তায় পড়ে থাকা তুচ্ছ ধূলিমাত্র।
গন্তব্য বহুদূর, তবুও ছাড়িনি হাল, আমি সেই
সৌভাগ্যবান পথিকের পথ পানে চেয়ে আছি
যার পায়ের জুতার স্পর্শে দৈবক্রমে আমি
পৌঁছে যাব একদিন সেই মহামহিম প্রজ্ঞাময় রহমানের দরবারে।
সেদিন আমার অন্তরচক্ষু খুলে যাবে, ছিঁড়ে যাবে সকল অনাহূত বন্ধন
যেমনিভাবে মোহাম্মদ মোস্তফা (সাঃ) সিদ্রাতুল মুনতাহা হয়ে
রফরফ যানে করে পাড়ি জমিয়েছেন আরশের মহল্লায়।
আমি সেই অসীম আনন্দের চরম মাহেন্দ্রক্ষণের খোঁজেই আছি,
আকাংক্ষার প্রহর গুনছি ঈশ্বরের অপার রহস্যের লীলার সাক্ষী হয়ে চিরন্তন
সত্যের মহাসাগরে ডুব দিতে।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button