গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘ছবি’

প্রায় দশ বছর যাবৎ ছবিটি দেয়ালে টানানো
সেই কচি কচি মুখের প্রিয় বান্ধবীরা-
কি অপলক চেয়ে আছে!
কি মায়াবী মিষ্টি অবয়ব!
আজও আছে অবিকল একই রকম।।
এর মধ্যে কত ঘটনা ঘটে গেল,
আমার মা গেলেন চলে-
আরও কত জন।
আমার মা মাঝে মাঝে ছবিটা দেখতেন,
আর অপলক তাকিয়ে থাকতেন।
আর বলতেন-
আহা, কি মিষ্টি কচি কচি চেহারা,
ছবিটা দেখলে কেন যেন কান্না আসে।
আমি বুঝতে পারতাম মায়ের অনুভূতি,
মা, তাঁর মেয়ের ছোট্টবেলা খুুঁজে বেড়াতেন।
আর ভাবতেন, হায়রে কেমন করে !
জীবন যায় চলে।
দ্রুত খুব দ্রুত সময় চলে-
তাকে ধরা যায় না।
তাকে থামানো যায় না।
সে যাবেই যাবেই,
তাকে রোধে কার সাধ্যি।।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button