গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘আমি শুধুই বেঁচে ছিলাম’

আমি ছিলাম উদ্ভ্রান্ত
ছিল না জীবনে কোনো আশা
ঘোর তমানিশার অন্ধকারে
ছেয়ে গিয়েছিল আমার জীবন।
হতাশা গ্লানিতে ভরে গিয়েছিল
জীবনের প্রতিটি অধ্যায়।
হাহাকার ও শূন্যতা
গ্রাস করেছিল আমার অন্তরকে গভীরভাবে,
তবুও আমি
বেঁচে ছিলাম নীরবে নিভৃতে।
ক্লান্ত হয়েছিলাম অনেক বটে
তবুও
হারাইনি আমি মনোবল
হারাইনি বেঁচে থাকার বিশ্বাস
ও মানুষের প্রতি আস্থা ও সম্বল।
আমি শুধুই বেঁচে ছিলাম,
অদ্ভুত প্রশড়ব জাগে মনে,
আমি কীভাবে বেঁচে ছিলাম?
বোধ হয়, ঈশ্বরের কৃপায়ই আমি বেঁচে ছিলাম
মনে হয়, আত্মার শক্তিই
আমাকে বাঁচিয়ে রেখেছিল নিরন্তর।
আমি শুধুই বেঁচে ছিলাম
আমি আমার মতোই বেঁচে ছিলাম।

Related Articles

Back to top button