গল্প-কবিতা

প্রেমের কবিতা: দাউদ হায়দার

একথা ঠিক

তোমার চুম্বন ছিল আকারমাত্রিক

তোমার চাহনি ছিল বিহ্বল

মনে হয়, বিস্ফোরণ-ভরা শরীরের কোলাহল

বলেছিলাম, ‘আয় বৃষ্টি ঝেঁপে’

তুমি বললে, ‘ঝরুক বর্ষণ সংক্ষেপে’

১৮ জুন, ২০১৯, মাদ্রিদ, স্পেন

তোমাকে নিয়ে যে—গুঞ্জরন

নিশ্চয় উৎস আছে কোথাও

প্রণয়ের যে সংক্ষিপ্ত মনন

মূলে প্রবাহমান জলতরঙ্গ উধাও

২০ জুন, ২০১৯, বার্সিলোনা, স্পেন

ভালো বাসাবাসি অনেক হয়েছে এবার

বিরহব্যথা শুরু।

অতীত দিনগুলো আসবে না আর

ভবিষ্যৎও নয় সুচারু

২৬ জুন, ২০১৯, ইবিজা, স্পেন

এই শরতে মেঘের পরতে-পরতে

ভাসে মুখ নিরুদ্দেশের জগতে

কার মুখ? শহরের আনাচে-কানাচে আজ

নির্মম দিন সঙ্গহীন সমাজ

স্মৃতির আবগাহনে নিজেকে আড়াল করো

মেঘের হিন্দোল নিত্য বাড়ে যক্ষের বিরহ

 

Related Articles

Back to top button