গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘সৃষ্টির ধারা’

গন্ধম ফল রহস্যে উন্মোচিত সৃষ্টির ধারা
আবহমান কাল হতে বিকাশ হয়ে
উৎকর্ষতার অনন্য মাত্রা ছুঁয়ে
সভ্যতার চৌহদ্দি পেরিয়ে বয়ে চলেছে অন্তহীন দিগন্তে।
অমসৃণ পথের দু’ধারে প্রবঞ্চনার বাঁকা অট্টহাসি,
দরিদ্র্যতার কষাঘাতে জর্জরিত মনের হাহাকার
অতৃপ্তির ডামাডোলে নীরব আত্মার অসহায় কানড়বা
সবকিছুই ছড়িয়ে আছে ইতিহাসের পরতে পরতে।
তবুও থেমে নেই মানুষের নিরন্তর পথ চলা,
থেমে নেই মনের গোপন কথা মনকে বলা,
হারিয়ে যায়নি ভালোবাসার ধ্রুপদী সংগীত,
নিঃশেষ হয়ে যায়নি ধৈর্য ও সবরের অমূল্য খনি।
বেঁচে আছে কামনার হাজারো সাত রং
বাসনার অন্তহীন জ্বালা
যুগে যুগে কালে কালে সভ্যতার মায়াজালে।

Related Articles

Back to top button