গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘নতুন ভোর’

ভিতরে ভিতরে আত্মদগ্ধ রক্তাত্ব অসহায় আমি
ক্ষোভে অপমানে যন্ত্রণায় দিগ্বিদিকশুন্য আত্মবিস্মৃত আমি
যেন কষ্টের বিষমাখা ত্রিশূল বিঁধে আছে বুকে বহুকাল ধরে
তবুও খুঁজি সান্ত্বনার বাণী
চিরতরে মুছে ফেলতে চাই হতাশার হাজারো গ্লানি
সমস্ত লাঞ্ছনা গঞ্জনা ও ব্যর্থতার কালো ইতিহাস ঝেড়ে ফেলে
আমি বীরদর্পে সগৌরবে বিজয়ীর ন্যায় পথ চলতে চাই
আত্মসম্মান ও আত্মমর্যাদার ছোট মুকুট পরে
মানুষের মত মাথা উঁচু করে বাঁচতে চাই
আগুনের লেলিহান শিখা স্পর্শ করে
হাহাকার ক্ষুধা ও বঞ্চনার সাগর পেরিয়ে নিঃস্ব রিক্ত হয়ে
আমি সত্যান্বেষী মানুষের ন্যায় ঋদ্ধ ও ষোলকলায় পূর্ণ হতে চাই
তিমির রাত্রির বুকে বিধাতার নাম জপে জপে
আমার সকল অস্তিত্ব শিরা ধমনিতে আনতে চাই পরশ পাথরের ছোঁয়া
যার স্পর্শে আমার অচল অসাড় চিন্তার দর্শনে আসুক
মহাপ্রাবনের ছোঁয়া , সমস্ত পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে
অবরুদ্ধ হৃদয়ের দ্বার উন্মোচিত হোক দিগন্তবিস্তৃত নীলিমার ছোঁয়ায়
ঊষার আলোয় জন্ম নিক রক্তিম আভায় মোড়ানো নতুন ভোর
আজন্মলালিত আমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ুক আকাশে ।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button