গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘ঐশী মণিকাঞ্চনে’

অন্তর ছুঁয়েছে যৌবনের ঢেউ
মুছে গেছে জাত মান কুল
ভেসে গেছে লজ্জা ও ঘৃণা
তবুও থেমে নেই কামের ঢেউ
প্রবহমান এক আকর্ষণের মরীচিকা
ছারখার করে ফেলে আমার অন্তরাত্মা
আমি হারিয়ে যাই ভালোলাগার অনন্ত ভুবনে
ভালোবাসার পথে অনন্ত যৌবনে
সত্য ও সুন্দরের পথে ঐশী মণিকাঞ্চনে

 

Related Articles

Back to top button