গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘খোদার রৌশনি’

আমি সবর ও ধৈর্যের পোশাক পরে মহিমান্বিত ক্ষণের অপেক্ষায় আছি
আল্লাহর অপার করুণা ও ক্ষমারাশির দিকে চিরকাল তাকিয়ে আছি
মুখিয়ে আছি দেখতে সেই মাহেন্দ্রক্ষণের
যখন নফসে আম্বারার নিগড় থেকে চিরমুক্ত হয়ে
আমি পবিত্রতার শুভ্র পোশাক করে যাত্রা করবো মুক্তির টানে
যে মুক্তির পথে যুগে যুগে নুহ(আ),ইব্রাহীম(আ),মুসা(আ)
ঈসা(আ)ও মোহাম্মদ(স) এর মত সত্যান্বেষী মহামানবেরা
বিছিয়েছেন উদারতার জায়নামাজ, দেখিয়েছেন সত্যের আলোকবর্তিকা
শুনিয়েছেন নির্ভয় বানী , যাদের পরশমণির স্পর্শে
হানাহানি, মারামারি ও অশান্তিতেপূর্ণ ধরণীমাঝে
কালে কালে রচিত হয়েছে প্রেম ও মানবতার অমর সঙ্গীত
যার সুর মূর্ছনায় মোহিত সাধকের হৃদয়ে
মাঝেমধ্যে বেজে ওঠে রাগরাগিণীর ঝংকার
যার প্রতাপে নির্বাপিত হয় অন্যায় ও অসত্যের ভয়াল থাবা
দূরীভূত হয় পাপ ও পঙ্কিলতার হাজারো কল্পকাহিনি
হৃদয়ের গহীনে প্রজ্জলিত হয় খোদার রৌশনি
যার আলোয় আমার আমিকে চিনতে পারি বহুত্বের মাঝে
যেমনিভাবে চিনতে পেরেছিলেন বায়োজিদ(র), মনসুর হাল্লাজ(র)
শামসুদ্দিন তাব্রেজ(র) ও জালালুদ্দিন রুমি(র) এর ন্যায় কালজয়ী মহাপুরুষেরা ।
তাং-০২/০৬/২০২০ , ঢাকা ।

কবি: মেহেবুব হক

 

Related Articles

Back to top button