গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘অজানা শিহরন’
অভিমানের চূড়ায় বসে ভারাক্রান্ত মনের শপথ করে বলছি
তোমার কাছেই আমি পেয়েছিলাম মহিমান্বিত বসন্তের ছোঁয়া
সপ্ত আসমান জমিন সেজেছিল তোমারই ঐশী প্রেমের সাক্ষী হয়ে
প্রস্ফুটিত গোলাপের সুবাসে মেতেছিল হৃদয়ের প্রতিটি প্রকোষ্ঠ
ভালোবাসার অকৃত্রিম রংধনু ছড়িয়েছিল আলাস্কা থেকে সাইবেরিয়া
তোমার মুগ্ধতার আলোয় উদ্ভাসিত হয়েছিল আমার বিবেক বুদ্ধি ও মন
উ‛ছ্বসিত মনের আঙিনায় অজানা শিহরনে নেচে উঠেছিল ভরা যৌবন
তোমারই আগমনে আমি শুনেছিলাম সুখপাখির ডানা ঝাপটানোর শব্দ
অনুভব করেছিলাম মনভোলানো মধুসূদনের মোহনীয় বাঁশি
আজও আছো তুমি মনের মণিকোঠায়
আছো হৃদয়ের গহিনে, শয়নে স্বপনে নিশি জাগরণে।