গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘মনোরম স্মৃতি’

আজকের এই সোনালি আকাশকে ছুঁয়ে বলছি
বহুবার তোমার প্রেমে পড়েছি
আবেগ উচ্ছ্বাসের বন্যায় আপ্লুত হয়েছি
ভেসে গেছে জাত কূল মান অভিমানের খড়কুটো
ছিঁড়ে গেছে আভিজাত্যের পৈতে
আত্মিক শক্তির সবটুকু নিঃশেষ করে
আমি তোমারি পিছনে ছুটে চলেছি বৈরাগ্যের বেশে
তবুও তুমি ফিরে তাকাও নি আমার পানে
মুছে দাওনি আমার অশ্রুসিক্ত নয়ন
হওনি ভরশা আমার
ধরনি আমার হাত সারাজনমের সাথী হয়ে
বরং অভিমানভরে আমি প্রত্যাখ্যাত হয়েছি বারে বারে
সেদিন আমি করেছিলাম পণ
হারবো বলে আমি বাসিনি ভালো তোমাকে
অপমানে অন্ধ হয়ে যাব না ভুলে সোনালী অতীত
যাবো না ভুলে তোমার খোঁপায় গোঁজা রজনীগন্ধার ঘ্রাণ
সাথে সেই কৃষ্ণচূড়ার নিচে মনোরম স্মৃতি
চোখে চোখ , হাতে হাত
যেন বিদ্যুৎ এর ঝলকানিতে দেহ মনে বয়ে যাওয়া হিল্লোল
সবটুকু সহজেই ভোলা যায় না
কিছুতেই না
কখনোই না
তাং-০১/১২/২০২০, খুলনা ।

 

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button