গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘যা হবার তা হবে’

চলছি ছুটে সম্মুখে ধেয়ে ধেয়ে,
দেখছি কত নতুন মুখ চেয়ে চেয়ে।
ছুটছে চলে আকাশ, বাতাস, পাখির ঝাঁক,
ছুটছে চলে গ্রহ, তারা, নদীর বাঁক।
ছুটছি, ছুটছি আর ছুটছি।
ভাবছি, ভাবছি আর ভাবছি-
কি অবাক রঙশালা এই পৃথিবী-
অন্তরে জেগে উঠে বিষাদের ছবি।
পুরনো আরো পুরনো হচ্ছে,
নতুনরা নতুন সুরে গাচ্ছে।
যে যাবার সে চলে যাচ্ছে,
তাতে কার কিইবা হচ্ছে।
এইতো নিয়ম এইতো হবে,
তবে আর এত ভেবে কি পাবে।
আশা, আশা আর আশা।
ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা।
তবে এসো গাই নতুনের জয়গান,
কষ্ট নিংড়ানো অন্তরে খুজেঁ পাই প্রাণ।
খুঁজে নেই যতটুকু পাই তবে,
যা হবার তা হবেই হবে।

 

 

 

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button