তুমি যখন হাসো
তারারা ফুল হয়ে ফোঁটে।
তুমি যখন তিক্ত হও
সর্পের বিষাক্ত ছোবল
তীরবেগে আসে ছুটে।
তুমি যখন মিষ্টি করে কথা বলো
মনে হয় স্বর্গের দূত নেমে আসে।
তুমি যখন ক্ষীপ্র হও,
মনে হয় শয়তান তোমায় ভর করে।
তুমি যখন শান্ত , ধীর থাকো
মনে হয় দীঘিতে লাল পদ্ম ফোটেঁ।
তুমি যখন কষ্ট পাও
মনে হয় যেন ব্যথার বৃষ্টি অঝোরে ঝরে।
তুমি যখন হাত বাড়িয়ে দাও
মনে হয় বটবৃক্ষ ছায়া মেলে।
তুমি যখন কাছে থাকো,
কে যেন বিরাট ছাতা আগলে ধরে।
তুমি যখন দূরে যাও
চারদিক শূন্যে ভরে।
তুমি যখন নিজের জগৎ গড়াে
বিষণ্নতা এসে বাসা বাঁধে।
তুমি যখন মুখরিত হও
কলকাকলিতে সব ভরে ওঠে।
লেখক-