শিক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি লটারি উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টার:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তির লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে আজ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হবেন।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেলে সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কার্যক্রমটির উদ্বোধন করবেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদনের পরে তা স্থগিত করা হয়।

ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারির প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। আশা করি লটারিতে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

 

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button