প্রধান সংবাদশিক্ষা

৪১তম বিসিএসের প্রিলির ফল আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার:
আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্র বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ বলেন, ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের চেষ্টাও অব্যাহত আছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

জানা যায়, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এতে আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজার জন। চলতি বছরের ১৯ মার্চ দেশের আট বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে নিয়োগ দেয়া হবে মোট ৬৪২ জনকে। এছাড়া প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে নিয়োগ পাবেন ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৮৯২ জন।

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button