লাইফস্টাইল

পোশাকে চা-কফির দাগ দূর করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক:

প্রিয় কোনো পোশাকে দাগ লাগলে কার না মন খারাপ হয়। আর এই দাগ তুলতে আমরা কতো না সাবান-শ্যাম্পু,ডিটারজেন্ট ব্যবহার করে থাকি । কিন্তু কখনো কখনো এতেও শেষ রক্ষা হয় না । তবে চা কিংবা কফির এমন দাগ থেকে সহজে মুক্তি পেতে পারেন। তাও আবার ঘরোয়া উপায়ে।

যা করবেন-
টুথপেস্ট চা কিংবা কফির দাগ দূর করতে সিদ্ধহস্ত। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

দাগের শত্রু ভিনিগার। একটি পাত্রে কয়েক কাপ পানি নিন। তাতে ১ চা চামচ ভিনিগার দিন। ভালো করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে।

ডিম অর্ধেক সিদ্ধ করে করে তার সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষতে থাকুন। মিনিট দু’য়েক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস! কেল্লাফতে।

পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পোশাক একদম পরিষ্কার।

চিত্রদেশ//এল/

Related Articles

Back to top button