গায়ে আগুন লাগলে যে ৩ কাজ করা জরুরি
লাইফস্টাইল ডেস্ক:
গায়ে আগুন লাগলে আমরা সাধারণত ভয়ে পেয়ে যাই। তবে ভয় না পেয়ে যদি আপনি তিনটি কাজ করতে পারেন, তবে রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়।
এই তিনটি কাজ হলো-
১. গায়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে গায়ের কাপড় খুলে ফেলতে হবে এবং মাটিতে গড়াগড়ি দিতে হবে।
২. বদ্ধ ঘরে আগুন লাগলে দরজা-জানালা খুলে দিতে হবে। এতে শ্বাসনালি পোড়ার থেকে রেহাই পাবেন।
৩. দ্রুত সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
আগুনে পোড়ার পর প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে হাসপাতালে নেয়া গেলে রোগীর মৃত্যুঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
যা করবেন না
ক্ষতস্থান ওপর টুথপেস্ট, লবণ বা ডিমের সাদা অংশ দেয়া যাবে না। কারণ প্রাথমিকভাবে জীবাণুমুক্ত রাখলেও পরে সংক্রমণের দিকে ঠেলে দেয়।
রোগীর মুখ কিংবা চোখ পুড়ে গেলে যতক্ষণ সম্ভব সোজা করে বসিয়ে রাখতে হবে।
যা করবেন
পোড়া রোগীকে স্যালাইন দেয়া সম্ভব না হলে মুখে অন্তত স্যালাইন, ডাবের পানি বা তরলজাতীয় খাবার খাওয়াতে হবে।
চিত্রদেশ //এল//