লাইফস্টাইল

সূর্যের আলোয় দ্রুত মরে করোনাভাইরাস, বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক:

করোনার মহামারির মধ্যে আশার আলো দেখাচ্ছেন একদল মার্কিন বিজ্ঞানী। তাদের দাবি, নতুন গবেষণায় দেখা গেছে, সূর্যের আলো ও আর্দ্রতায় দ্রুত মরে যায় করোনাভাইরাস।

নতুন গবেষণার বিষয়টি গত বৃহস্পতিবার মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীদের সামনে গবেষণার ফলাফল তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, অতিবেগুনি রশ্মি প্যাথোজেনের ওপর প্রভাব ফেলে। তাই আশা করা যায়, গ্রীষ্মকালে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, সূর্যের আলো করোনাভাইরাসের ওপর পড়লে তা দ্রুত মরে যায়। কোনো বস্তুর ওপর কিংবা বাতাসে ভাসলেও সূর্যের আলোর সংস্পর্শে এলে করোনাভাইরাস মরে যায়। আর্দ্রতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই গবেষণার ফল সতর্কতার সঙ্গে নিতে হবে। কারণ, এখনো এই গবেষণার পর্যালোচনা হয়নি।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button