প্রধান সংবাদ

সরকারি চাকরিজীবীদের কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিজীবী এবং কর্মকর্তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু সরকারি চাকরিজীবী এবং কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচরণের জন্যই রাজনীতিবিদদের বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’

তিনি বলেন, ‘কোন বিভাগের কোন কোন কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করে পরে অভিযোগ তদন্তের ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে সব অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। পরিকল্পিত এলাকার বাইরে বিদ্যুৎ-জ্বালানি সংযোগ দেয়া যাবে না। অকুপেন্সি সার্টিফিকেট অনুসারে সংযোগ না নিলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করুন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ট্রান্সমিশন লাইনের উপর কোনো বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করতে হবে। গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইমলাইন নির্ধারণ করুণ। এ সময় বিল খেলাপিদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন।’

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button