প্রধান সংবাদশিক্ষা

রাবিতে চলমান সব পরীক্ষা স্থগিত

রাবি প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ স্থগিত করেছে প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড.আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আজিজুর রহমান বলেন, আগামী ২৪ মে’র আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিলে তো আমাদের কিছুুই করার থাকে না। উপাচার্য আদিষ্ট হয়ে নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে রাবিতে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হয়। কয়েকটি বিভাগের পরীক্ষা শেষ হলেও আইন বিভাগসহ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান ছিল।

দেশতথ্য//এল//

 

Related Articles

Back to top button