গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘ঘুমিয়ে আছে’

আমার শৈশব ঘুমিয়ে আছে,
এখানে ওখানে অলিতে গলিতে-
সময় পেলেই আমি তা খুঁজি।
খুজঁতে যেয়ে পাই শুধু হাহাকার।
কোথা সেই অলিগলি, ঘাট,
কোথা সে উঠোন, কোথা সে মাঠ।
কোথা সেই পুষ্ট চেহারা,
ঝাকড়া চুল, মুক্তো দন্তপাটি।
আমি শুধু দেখি শুভ্র কেশ, শুভ্র দাড়িঁ,
ছোপ ফেলা দন্তপাটি, ক্লান্ত চেহারা।
আমি খুঁজি আমার শৈশবের ছবি,
আমার হারানো খেলার সাথী।
খুঁজতে যেয়ে আবারও থমকে যাই-
কোথায় ঘুমিয়ে আছে চুপিসারে-
আমার সেই মিষ্টি ছুটাছুটি।।

লেখক:কানিজ কাদীর

 

Related Articles

Back to top button