গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘এভাবেই বসবাস’ : কানিজ কাদীর

আমাদের চারপাশের কিছু মানুষ –

অনেক বিচিত্র তাদের চরিত্র

ক্ষণে ক্ষণে তাদের বদলায় রূপ-

তবুও তাদের আমাদের ভাল বলতে হয়।

তাদের সাথে একই সাথে থাকতে হয়,

হাসতে হয়, আবার ভালোওবাসতে হয়।

তারা মাঝে মাঝে ভয়ংকর হয়,

আবার পরক্ষণেই হয়ে যায় মহীরুহু।

ক্ষণে ক্ষণে তারা রূপ পালটায়

তাই তাদেরকে খারাপ বলে কার সাধ্যি!

তাদের সাথে তাল মেলাতেই হয়,

নইলে সমাজে যে মান থাকে না।

মনে হয় অর্থ, প্রতিপত্তি, ভোগ বিলাস-

আমাদের বন্দী করে রেখেছে।

আমরা হয়েছি যেন কয়েদি।।

বিনা কারণে যার হয় অজস্র শাস্তি,

কুকড়ে কুকড়ে মনটা হয়ে যায় মৃত।

মৃত আত্না নিয়ে অনুভূতি যায় মরে,

তবুও বাঁচতে হয় এই সমাজে,

আমাদের যে আত্নসম্মান আছে।।

লেখক: কানিজ কাদীর

 

Related Articles

Back to top button