গল্প-কবিতা
মো: মেহেবুব হকের কবিতা ”স্বর্গীয় সুবাসিত উদ্যোনে”
স্বপ্ন ও সাধনার বহু হিমালয় ছুঁয়ে
পঙ্কিল জীবনের অযাচিত গুনাহের কালিমা ধুয়ে
আমি ছুটে চলেছি মুক্তির দিশায়
হিংসা বিদ্বেষহীন রাঙা প্রভাতের সূচনালগ্নে।
নিমিষেই হারিয়ে যায় মানসিক যন্ত্রণার তীব্র অনুভূতি
নির্বাপিত হয় অহমিকার জ্বালাময়ী দ্বীপশিখা
বিদূরিত হয় ঘোর অমানিশার অন্ধকার
অমোঘ সত্যের কষ্টি পাথরে অযাচিত কষ্ট মিলিয়ে যায়
জীবন সন্ধ্যার অন্তহীন দিগন্তে।
তবুও বৃষ্টিস্নাত অন্তরের প্রতিটি কোণে পবিত্রতার ফুল ফোটে
শিরা ধমনি ও অস্থিমজ্জায় অন্তরাত্মার জাগরণ ঘটে
প্রশান্তির প্রতিটি মুহূর্তে মনের মাঝে উঁকি দেয় ঐশী বার্তা
নিঃশব্দে আমি হারিয়ে যাই স্থান কাল পাত্রহীন অতিন্দ্রীয় জগতে
ছাড়িয়ে যাই সিদ্রাতুল মুনতাহা
প্রবেশ করি লা-মোকামে ইলমে মারেফতের স্বর্গীয় সুবাসিত উদ্যানে।