অন্যান্যপ্রধান সংবাদ

ফের ৪০ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
তীব্র গরমে ঢাকাসহ সারাদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশু-বৃদ্ধসহ অনেক মানুষ। প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আজও ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এ ছাড়াও চার জেলায় বইছে অতিতীব্র তাপপ্রবাহ।

সোমবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি। এর আগে গত ২০ এপ্রিল ঢাকায় দিনের তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

এদিকে আজ দেশের চার জেলায় বইছে অতিতীব্র তাপপ্রবাহ। জেলাগুলোতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। এটিই এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে তপ্ত দিন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এর আগে এবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি উঠেছিল চুয়াডাঙ্গায়।

এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, সোমবার দেশের চার জেলার ওপর দিয়ে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩, পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫, যশোরে ৪২ দশমিক ৮, রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চল ছাড়া দেশের বাকি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দুদিন তাপমাত্রা মোটামুটি এমনই থাকতে পারে। তবে তাপমাত্রা যাই থাকুক গরমের অনুভূতি বাড়তে পারে। বৃষ্টির আগে এমন অসহনীয় অনুভূতি হয়।

Related Articles

Back to top button