গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘নিষ্ঠুর পৃথিবী’

শুভ্রতার একরাশ শুদ্ধ রং হৃদয় ও মনে মেখে
কর্মকোলাহল পূর্ণ জীবনে পেশাদারিত্বের নিখুঁত ছোঁয়া রেখে
আমি এগিয়ে চলেছি নিস্তব্ধ, নিভৃত প্রকৃতির অন্তহীন গহীনে।
কখনো বা সময়ের প্রয়োজনে জীবনের অংক জটিল হয়েছে
পার্থিব পরাভব বাস্তবতায় হার মেনেছে সংগ্রামী মন
অমাবস্যার ভরা কোটালে তলিয়ে গেছে জীবনের গল্প।
তবুও এত অসহায় ও বিদ্ধস্ত মনের মাঝে প্রণয়ের বাঁশি বাজে
পরিণয়ের বিভোর খেয়ালে প্রশান্তির অনুপম ঢেউ জাগে
সভ্যতার ভাঁজে ভাঁজে বিরহ মিলনের বৈঠা বায় নিষ্ঠুর পৃথিবী।

কবি- মো: মেহেবুব হক

Related Articles

Back to top button