গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘নিরন্তর খোঁজা’

আলেয়ার অন্তহীন দিগন্তে মেঘের ভেলায় খেলা করে ক্লান্ত কল্পনাচারি মন
বারেবারে ফিরে পেতে চায় নবজীবনের উচ্ছল উদ্যম তরঙ্গের মিলনমেলা
আস্বাদন করতে চায় জীবন ও যৌবনের মণিকাঞ্চনযোগ
সময়ের প্রচণ্ড তাগিদে এগিয়ে যেতে চায় পুনঃপুনঃ সাফল্যের চূড়ায় ।
তবুও বিষাদের একরাশ অনুভূতি সারাক্ষণ ঘিরে থাকে আমাকে
অনুভবের অন্তঃদৃষ্টির আলোয় বারে বারে প্রতিভাত হয়
মৃত্যুর হিমশীতল হাতছানি
অস্তিত্ব থেকে অনস্তিত্বতে সেতুবন্ধনের মায়াযোগ ।
এ যেন মহাকালের গোলক ধাঁধায় এগিয়ে চলা
চুপিসারে মনের না বলা কথা শুধু মনকেই বলা
ভালোবাসার রঙ ধনু মেখে সারাক্ষণ
নিজের অজান্তেই নিজেই মাঝে
দয়াময় পরম সত্ত্বা মহান আল্লাহ পাককে নিরন্তর খোঁজা ।

Related Articles

Back to top button