গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘এ কোন পৃথিবী’

কানিজ কাদীর

এ কোন পৃথিবী দেখছি আমরা!
এই কি আমাদের পৃথিবী?
এতো আমরা স্বপ্নেও ভাবিনি!!
আমরা তো ভেবেছিলাম-
আমাদের বাগানের ফোঁটা ফুলগুলো,
সুগন্ধে ভরিয়ে দেবে চারিদিক।
সুবাসিত বাতাসে আমরা শ্বাস নেব প্রাণভরে।।
কিন্তু এ কোন পৃথিবী দেখছি আমরা!
এমন ধোয়াটে অন্ধকার,
শ্বাস নিতে কষ্ট আমাদের
এমন পৃথিবীতো আমরা চাইনি।
আশাতেই তো বীজ করেছিলাম বপন,
এ আমরা কি করেছিলাম রোপন!
কীটে খাওয়া ফলনের –
কোথায়? সুবাস, কোথায় সৌন্দর্য্য ?
কলুষিত এ সমাজে-
পরিবারগুলো বন্দী হয়ে গেছে এক কারাগারে।
জানি না কি অপরাধ ছিল আমাদের??
হয়তো করেছিলাম অজান্তেই আমরা ভুল,
তাই কি আমাদের দিতে হচ্ছে এ মাশুল!

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button