গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘ঋদ্ধতা’

নির্ভেজাল ঐশ্বরিক ভালোবাসার বাঁধনে নিজেকে মুড়ে
যাপিত জীবনের ত্রুটি বিচ্যুতির হিসাব অনায়াশে খুঁড়ে
আমি ধিরে ধিরে নি:শেষ হয়ে চলেছি অনবদ্য প্রান্তিক সময়ের দ্বারপ্রান্তে।
কষ্টের শীতল পরশে কেষ্ট মিলেছে সময়ের তালে
দূর্ভেদ্য সংগ্রামের পরতে পরতে বাঁধ সেজেছে অবহেলার গগণচুম্বী প্রাসাদ
নির্বোধ সময় মুখ লুকিয়েছে পুন:পুন: সফলতার ঢেউয়ে।
আবারো অবারিত জোৎস্নার প্লাবনে জীবন হেসেছে
যৌবনের ভরা স্রোতে জীবনে নির্মল প্রাণ ফিরেছে
ঋদ্ধতার ভারে ন্যূজ হয়েছে রণক্লিষ্ট বসুধা।

 

Related Articles

Back to top button