
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘স্নিগ্ধ আত্মা’
হৃদয়ের বেদিতে সিন্গ্ধ আত্মার কিরণ তুমি
হতাশার কালো অন্ধকারে অনুকম্পার মণি তুমি
তুমিই রাত্রির আঁধারের বুকে চাঁদনী আলো
অনুশাসনের বেড়াজালে তুমিই
আমাকে বেসেছো ভালো।
তাই তোমাকে খুঁজে ফিরি ঐশ্বর্যের অনন্ত ভুবনে
ভাবনার প্রতিটি সঙ্গোপনে
পূর্ণতার অফুরন্ত যৌবনে ।