গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘বেদনার সাত রং’

বসে আছি আমি বেদনার সাগরতীরে
ডুবে আছি আমি ভাবনার গভীরে
বিষময় অন্তর্জালা সয়ে আছি আমি
একাকিত্বের নিদারুণ কষ্টের চোরাবালিতে
কষ্টের চোরাবালিতে সকলে আটকা পড়ে না
দুঃস্বপেড়বর প্রহর সকলের জীবনে আসে না
তাদেরই আসে
যাদের মনের মাঝে প্রেম থাকলেও ঐশ্বর্য নেই
অফুরন্ত সময় থাকলেও মনে বিরাম নেই
কণ্ঠে সুর থাকলেও সাধনা নেই
সময়ের নির্লিপ্তততায় যৌবনের মাঝে কোনো টান নেই
টান নেই জীবনকে চেনার জগৎকে জানার
টান নেই মৃত্যুঞ্জয়ী চিরযৌবনের জয়ধ্বনি শোনার
ইচ্ছা নেই মনের মাঝে অগিড়ববীণার সুরঝংকার আনার
আছে হৃদয়ের গহিনে শুধুই হাহাকার
সেই হাহাকারের অগিড়বশিখা আমার সমগ্র সত্তাকে
আমার প্রাণপ্রদীপকে যেন নিশ্চিহ্ন করতে চায় চিরতরে।
কিন্তু ছাড়িনি আমি হাল
হারায়নি এখনো চিন্তা-চেতনা ও মনোবল
আমি বাড়িয়েছি মনোবল
শানিত করেছি চিন্তার ঢাল
হৃদয়ে রেখেছি আস্থা অবিচল
বারেবারে মনে হচ্ছে
আমিই পারব
অবশ্যই আমি পারব
পারব আমি বিশ্বাসের ফোয়ারা ছড়িয়ে
নিজেকে সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত করতে
পারব আমি ভাবনার গভীরে লুকানো
সবটুকু ক্ষত সারিয়ে ফেলে নিজেকে পরিপূর্ণ করতে

পারব একাকিত্বের নিদারুণ যন্ত্রণা ভুলে

তোমার হাতে হাত রেখে সারাজীবন পথ চলতে
যে পথে থাকবে না নিকষকালো অন্ধকারের ছায়া
প্রচণ্ড ঝড়ঝঞ্ঝায় নদীতে থাকবে খেয়া
যে খেয়ায় আরোহণ করে
জীবনস্রোতে ভেসে ভেসে
আমি পৌঁছে যাব জীবনের নিশ্চিন্ত কূলে
পৌঁছে যাব পরপারে
পৌঁছে যাব মহান বিধাতার দ্বারে।

 

তাং- ১৮/১১/১৯ ইং, ঢাকা।

কবি :মেহেবুব হক

Related Articles

Back to top button