গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘হতাশা’

মনে হয় সব শেষ
চলে যাই বহুদূর-
হৃদয় আত্না কেঁপে উঠে,
তখন ভাবি কি করে যাই!
যে ভূবন তৈরি করেছি নিজ হাতে,
বার বার সাজিয়েছি কত সাজে।
তাকে কি করে শেষ করে দেই?
মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে-
গড়া মোর ভূবনে ছিল কত স্বপ্ন!
সে স্বপ্ন কি শুধুই ছিল ঘোর,
যার পিছনে আমি ছুটেছি অক্লান্ত।
অবশেষে দেখি এ যে সোনার হরিণ।
যার পিছনে ঘর্মাক্ত ছুটে চলা
ঐ যে দূরে হাতছানির ছলাকলা।
আমাকে রাখে ভুলিয়ে সারাক্ষণ
আমার তরীতে ধরি হাল শক্ত করে,
এ আশা করে জোর আরো জোরে
ধরি হাল এমনি আশা ভরে।।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button