গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘নিরন্তর ভাবনা’

চারিদিকে শৃঙ্খলিত আত্মাদের চাপা কান্নার আওয়াজ
যৌবনের গড্ডালিকা প্রবাহে হারিয়ে যায় স্বপ্ন
অস্থির মনের ছন্নছাড়া লাগামহীন চিন্তা
পুনঃ পুনঃ বিবেকের দংশনে মানুষ হয়ে ওঠার পরম অভিলাষ
সবকিছুই আমাকে ঘিরে আছে অক্টোপাসের মত
যেন নিয়তির লিখনে আমি কোন যন্ত্রমানব
প্রতিদিন আমি হাঁপিয়ে উঠি জীবনের কসরত বইতে
হিমশিম খাই সংসারের বোঝা টানতে
তবুও নিজেকে সামলে নেই অনাগত জীবনের স্বপ্নগুলো ভাবতে ভাবতে
যে স্বপ্নের মাঝে নিজেকে হারিয়ে ফেলার স্বাদ আছে
পরম সত্যের কষ্টিপাথরে নিজেকে যাচাই করার মনোবল আছে
ধু ধু মরুভূমির মাঝে হারিয়েও যেখানে আত্মিক প্রশান্তি আছে
যে প্রশান্তির চাদরে মুড়ে মহাকালের বুকে আমি স্মৃতি হয়ে থাকবো চিরকাল ।

তাং-০৫/০৮/২০২০ , ঢাকা

কবি: মেহেবুব হক

 

Related Articles

Back to top button