গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘কথা ছিল’

মো: মেহেবুব হক

মেহনতি মানুষের জয় হবে

রক্ত-ঝরানো ঘামের মূল্য মিলবে-
কর্ম-ঘণ্টা মেনে মেশিনের চাকা ঘুরবে,
ন্যায্য বেতনে সংসারে আলো ঝলমল করবে।
কথা ছিল-
অরণ্যের প্রাচুর্য হবে,
বটবৃক্ষের ছায়ায় শীতল হবে দেহ-মন
মুক্ত বাতাসে মিলবে স্বস্তির নিশ্বাস,
ধরার বুকে সবুজের সমারোহ ঘটবে।
কথা ছিল-
কৃষকের মুখে হাসি ফুটবে,
ফসলের কাটতি মূল্য নিশ্চিত হবে
রাশি রাশি ভারা ভারা ধানের ক্ষেত হবে,
গ্রাম্য গৃহিণীর খোঁপায় মিলবে রাঙা জবাফুল।
কথা ছিল-
অভুক্ত শিশুর খাবার মিলবে,
ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ উঠবে

শোষিত বঞ্চিতদের দুর্দশা ঘুচবে,
মায়ের কোলে শিশুর কান্না থামবে।
কথা ছিল-
দুখের তরঙ্গ থামবে,
আনন্দের হিল্লোল বয়ে যাবে জনতার মাঝে,
সুখের রজনীতে চাঁদ উঁকি দেবে

হাড়ভাঙা খাটুনির পর পরম শান্তির ঘুম মিলবে।
কথা ছিল-
তারুণ্যের জয়গান হবে,
দুর্গম-গিরি কান্তার-মরু ভেদ হবে,
আকাশ নীলিমায় যন্ত্রের ছেদ হবে

সাগর মন্থনে অমৃতের পান হবে।
কথা ছিল-
তিমির রজনী পার হবে,
উষার আলোয় কষ্ট ম্লান হবে,
রাগ-রাগিণীর সুর বাজবে
ধরিত্রী আপন খুশিতে সাজবে

Related Articles

Back to top button