গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘চরম স্পৃহা’

আমি যৌবনের পাগলপারা বসন্তে পাপের কালিমা অন্তরে মাখতে চাই না
সৌন্দর্যের মরিচিকায় জীবনের অমৃতসুধা হেলায় হারাতে চাই না
চাই না মনের অশান্ত দরিয়ায় অজানা উৎকণ্ঠার ঢেউ ভুরিভুরি
আমি শুধুই চাই পবিত্রতার চাদরে একচিলতে বারান্দায় চাঁদের লুকোচুরি
যে লুকোচুরির অতিশয় আনন্দে বহমান জীবনের সকল কষ্ট, দুঃখ, বেদনা
নিমিষেই মিলিয়ে যাবে মহাকালের অতল গর্ভে
যে মহাকাল চিরদিন ধারন করে মানুষের মহৎ কর্মকে
যে কর্মের মাঝে আত্মিক প্রশান্তির অনাবিল ঢেউ আছে
ভাবাবেগের বন্যায় চোখের কোনে আনন্দঅশ্রু আছে
যে অশ্রুর একটি ফোঁটা দয়াময় আল্লাহকে খুশি করতে পারে
রাজি করতে পারে, এই সেই মহান বার্তা
যে বার্তা নিয়ে যুগে যুগে কালজয়ী সাধকেরা মানুষের মাঝে
ছড়িয়ে দিয়ে চলেছে নেক কাজ করার চরম স্পৃহা
যে নেক কাজের বদৌলতে অশান্ত ধরণীর বুকে
আজো মানুষের প্রতি মানুষের আস্থা অটল অটুট রয়েছে
মানুষের প্রতি মানুষের বিশ্বাস আছে, প্রেম-ভালোবাসার দরিয়া আছে
যে দরিয়ার টানে পথহারা মানুষের দল আল্লাহমুখী হয়েছে চিরকাল ।

তাং-২২/০৬/২০২০ , ঢাকা ।

 


কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button