গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘আমার পারমিতা’

মন তো চেয়েছিল অনেক কিছুই
কিন্তু পারিনি তোমাকে দিতে।
সময় ও প্রয়োজনের তাগিদে বন্দি আমি
তোমার জন্য অনেক ভালোবাসা নিয়ে।
আমি শুধুই ভেবেছি
হয়তো আসবে সেই মাহেন্দ্রক্ষণ।
উজাড় করে বাসব ভালো তোমায়
জড়িয়ে রাখব বুকের মাঝে সারাক্ষণ।
ভাবি আসবে কি সেই দিন
মাতাল মনে জাগবে নতুন প্রাণ
জীবনের সঞ্চয় যতটুকু ছিল
নিঃশেষে আমি করব তোমায় দান।
ভাবনাগুলো প্রতিদিন আমায় জ্বালায়
আসলেই কি আসবে এমন দিন
ইচ্ছের পসরা হয়েছে জমা শতেক
স্বপড়বগুলো দিনে দিনে হচ্ছে আরও রঙিন।
ভেবেছি আমি নেবই তোমার পিছু
অপেক্ষার পালা কেটেছে অনেক বটে।
কারো ভাবনায় কিছু যায় আসে না
তোমায় আমি এঁকেছি হৃদয়পটে।
এবার তুমি বাড়াও তোমার হাত
শক্ত করে রাখব ধরে আমি।
আজ জানুক সকলে জানুক
তুমি আমার কাছে সবচেয়ে দামি।
আমি শুধুই তোমার হতে চাই
অন্তরে নেই কোনো ভণিতা।
তুমি কেবল আমার ছিলে,আছ, থাকবে
তুমি যে আমার পারমিতা।

Related Articles

Back to top button