গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘গুমোট গল্প’

রক্তে রক্তে মিশে আছে আবেগ মথিত ভালোবাসার গন্ধ
শিরায় ধমণীতে ছড়িয়ে গেছে বারুদের ফোয়ারা
উষ্ণ পশ্রবনের অমিয় বাণী মাশরেক থেকে মাগরিব প্রতিধ্বনিত করে মানবতার জয়গান ।
তবুও মানুষ বাঁধভাঙ্গা উল্লাশে দানবের নৃত্য করে
ঐশী পবিত্রতার বেদী ভেঙে চুরে করে ছারখার
তান্ডবলীলার নৃশংস আহ্বানে কলুষিত করে অন্তরাত্মার পবিত্র কুঠির ।
এ যেন শূন্যতা হাহাকারে মোড়ানো নান্দনিক পৃথিবী
বাকচাতূর্যতার বায়বীয় দর্শনে বন্দী গুমোট গল্প
বৈষয়িক নৈতিক স্খলনের শৈল্পিক আভায় প্রজ্জ্বলিত মায়া ।
এমনিভাবে রহস্যের বেড়াজালে স্বপ্ন কাঁদে
মুক্তির পাখিরা ছুটে চলে চিরন্তন দিশায়
আকাশের বুক চিরে মনের চাপা কান্না বৃষ্টি হয়ে
ঝরে পড়ে হৃদয় আঙিনায় ।
আবারো স্নিগ্ধ তনু মনে আশার বাঁধ জাগে
তিল তিল করে শক্তি সঞ্চয় করে অলিন্দ নিলয়ের চোয়াল
হৃদ প্রকোম্পনের অযুত অযুত আহ্বানে বাড়ে
শক্তি সাহসের অদম্য জোয়ার
এ যেন অদ্ভুত ঐশ্বরিক অনুভূতি
আমাকে বারংবার ভাসিয়ে নিয়ে চলে
মানসিক প্রশান্তির অন্তহীন দিগন্তে।

 

Related Articles

Back to top button