গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘একটাই জীবন’

জীবন একটাই
মরণও একবার,
তবুও থেমে নেই
নিরন্তর পথচলা
থেমে নেই প্রাসাদের প্রাচীর গড়ে
নিজেকে দুর্ভেদ্য মনে করা,
থেমে নেই সময়ের সাথে
তাল মিলিয়ে সভ্যতার সাফাই গাওয়া।
থেমে নেই হিংসা-বিদ্বেষের
দলাদলিতে দলিতদের অভ্যুত্থান,
থেমে নেই যখন দেখি
বিচারের বাণী নীরবে নিভৃতে
কেঁদে কেঁদে হয়রান।
দেখি চারিদিকে কত মানুষের
রঙ তামাশার খেলা,
কপট হৃদয়ের মানুষগুলো
বসিয়েছে সবখানেই মিলনমেলা।
সবই দেখি
আর মনে মনে ভাবি
ভেবেছে তারা
কোনোদিন হবে নাকো অন্ধকারের পতন,
চিলের মতোই ছোঁ মেরে নিয়ে
নিয়তি সকলকে করবে যতন।
মানব জনম শ্রেষ্ঠ জনম
হেলা করে না করি পার,
একবার মরি মানুষের মতো
স্মরি জগতের মানুষ বারবার।

Related Articles

Back to top button