গল্প-কবিতা

মেহবুব হকের কবিতা-‘মহামিলনের সন্ধিক্ষণে’

আমি স্বর্গীয় প্রশান্তির নিবিড় আলিঙ্গনে যাওয়ার প্রস্তুতি গ্রহন করছি
ধিরে ধিরে ভুলছি পার্থিব কর্মকোলাহলের অতীব জ্বালাময় বিষবাস্প
খুঁজছি নিরন্তর মুক্তির পথ
যে পথে যুগে যুগে পাড়ি জমিয়েছে সাধকের দল
আশ্রয় চেয়েছে শুধুই দয়াময় আল্লাহর কাছে
যে আশ্রয়ে একবার গেলে দেহমনে বয়ে যায় অলৌকিক মনমাতানো সুবাস
অন্তরে বেজে ওঠে সুমধুর বাঁশি
শোনা যায় জিব্রাইলের ডানা ঝাপটার শব্দ
অন্তঃদৃষ্টির তীব্র আলোকে প্রতিভাত হয় সিদ্রাতুল মুনতাহা
আর একটু সামনে দৃশ্যমান হয় আল্লাহর আরশ
যেখানে স্রস্টা ও সৃষ্টির মেলবন্ধনে একাকার হয়ে আছে
মোহাম্মদ মোস্তফা(স) এর চিরন্তন স্মৃতি
যিনি একান্তেই পৌঁছে গিয়েছিলেন আল্লাহর নিকটে
দুই ধনুকের পরিমান দূরত্বে
মহামিলনের সন্ধিক্ষণে
যে মিলনের আকাঙ্ক্ষায় সাধকের হৃদয় উদগ্রীব থাকে চিরকাল।

তাং-০১/০৭/২০২০ ইং, ঢাকা ।

 

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button