প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘মা ও সন্তান’

কানিজ কাদির

মা ও সন্তানের সম্পর্ক এক ঐশ্বরিক সম্পর্ক। সন্তানের জন্য মায়ের যে অনুভূতি তা এক কথায় বলে বোঝানো যাবে না। কিন্তু সন্তানরাও কখনো কখনো মায়ের এ অনুভূতি বুঝতে পারে না। তাই হয়তো সন্তানরা একটু বড় হলেই নিজেকে মা থেকে আলাদা করে ফেলে। সন্তান সন্তান করে মায়েরা জীবনে অনেক কিছুই ত্যাগ করে । অথচ এই সন্তানরা বড় হয়ে মায়ের কাছে একেবারে অচেনা রূপ ধারণ করে। সে তার নতুন জগৎ খুঁজে নেয়। তার ছোটবেলার যে জগতে শুধু মা-বাবা ছিল সেখানে আরও অনেকে প্রবেশ করে। সে পৃথিবীকে নানাভাবে ভালবাসতে শিখে। বন্ধুবান্ধব ও নানা পরিবেশ নিয়ে সে ব্যস্ত হতে শুরু করে বয়:স্বন্ধিকাল পার হতে হতেই । আস্তে আস্তে সে মা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের একটা আত্মনির্ভরশীল পরিবেশ তৈরি করতে চায়। সে নিজে কম্পিউটার , ইন্টারনেট (বর্তমান সময়ে), বন্ধুবান্ধব, খেলাধুলা, পড়াশোনা ইত্যাদি নানা কিছু নিয়ে একটা আলাদা পরিবেশ নিজেই তৈরি করে ফেলে। কিন্তু ‘মা’ সে মা -ই থেকে যায়। তার অনুভূতি,ভালবাসা, আদর, যত্ন সবই থাকে একই রকম। অন্তরের নিগূঢ় অনুভূতি দিয়ে সে সন্তানের সমস্ত প্রচেষ্টাতে সাহস যোগায় । সব কিছুর মাঝে যে সন্তান তার মা এর এই অনুপ্রেরণাকে সঙ্গে রেখে পথ চলে সেই সত্যিকারের বুদ্ধিমান। বড় হয়ে গেলেই ”আমি মা থেকে অনেক বেশি বুঝি এ চিন্তা নিয়ে যারা পথ চলে তাদের মত নির্বোধ আর কেউ নেই”। সন্তানদের বোঝা উচিত যে ”আমার মা এর যে জগৎ আমাকে নিয়ে ছিল সে জগৎ আস্তে আস্তে ফাঁকা শূণ্য হতে থাকে আমি বড় হয়ে গেলে। আমার মায়েরও সঙ্গ দরকার , কথা বলার মানুষ দরকার, আদর, ভালোবাসা দরকার। ” ‘মা’ শত কষ্ট পেলেও ‘মা’ এর ভালােবাসা সবসময় একই থেকে যায়।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button