প্রধান সংবাদ

বাস ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে নতুন ভাড়া

স্টাফ রিপোর্টার:
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক শেষে চলমান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। উভয়পক্ষের দর কষাকষি শেষে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন মালিকদের নিয়ে রোববার (০৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

একই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে- আগামীকাল সোমবার (০৮ নভেম্বর) বৃদ্ধি করা ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হবে। তবে সিএনজি চালিত যানবাহনের ভাড়া বাড়ছে না বলে জানা গেছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button