অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

পেঁয়াজ রফতানি শুরু করছে ভারত

স্টাফ রিপোর্টার:
নতুন বছরের শুরুতে পেঁয়াজের দাম নিয়ে সুখবর আসছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির রফতানি বন্ধের আদেশ প্রত্যাহার করছে ভারত। ভারতের পেঁয়াজ দেশের বাজারে এলে দাম কমবে।

উপকৃত হবে ভোক্তা। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় তাদের পেঁয়াজ রফতানি নীতি (২০১৫-২০২০) সংশোধন করেছে। ওই নীতিতে রফতানি আদেশ প্রত্যাহার করার কথা বলা হয়েছে।

এই আদেশ জানুয়ারি থেকে কার্যকর হবে। রফতানি নীতি সংশোধনীতে বলা হয়েছে, ভারতের ব্যাঙ্গালোরের রোজ পেঁয়াজ ও কৃষাণ পুরনো জাতের পেঁয়াজ আমদানি নিষেধাজ্ঞা ১ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারক শংকর চন্দ্র ঘোষ বলেন, ভারত পেঁয়াজ রফতানি খুলে দিচ্ছে। আশা করি কয়েক দিনের মধ্যে দেশের বাজারে ভারতের পেঁয়াজ আসতে শুরু করবে। কারণ ভারতে এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। সেখানে তাদের চাহিদা পূরণ করে তা রফতানি করতে পারবে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button