গল্প-কবিতা
নূরুন নাহারের কবিতা ‘পথভোলা পাখি’
এক পথভোলা পাখি
শুধু ছলনায় মোছে আখিঁ।
যেতে চায় কোন পথে,
যেতে হলো আরেক রথে।
দিনগুলো হলো যখন শেষ,
কাটলো না তবু ক্লেশ।
অচল হলো দেহতরী,
শুধু ভাবে এখন কি করি।
একাই পথ চলতে হয় এই অপার বেলায়,
বিধাতা ছাড়া কেউ নেই সহায়।
তবুও এই সবুজ শ্যামলে ভরে যায় মন,
জানি একদিন ছেড়ে যেতে হবে এ নিকেতন।