গল্প-কবিতা
নূরুন নাহারের কবিতা ‘জীবন-নৌকা’
বাঁকায় বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকারে না চিনি
চাঁদ বাঁকা নদী বাঁকা
বাঁকা গাঙ্গের পানি।
তবু বাঁকারে না চিনি
জীবন বাঁকা মরণ বাঁকা
সরল বাঁকায় বাইলাম নৌকা
তবু কোনো পথই চিনলাম না।
শেষ বিদায় নেব কোন পথে
সকল খেলা ফেলে কি নিয়ে যাব সাথে।
হে মাবুদ তাই তবু কাছে-
ক্ষমা চাহি দুহাত জোর করে
আমাকে লহ, আমাকে লহ তোমার তরে।