গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা-‘পবিত্রতার বীজ’

আমি হাজারো আত্মিক কষ্টের মাঝে পবিত্রতার স্বর্গীয় ছোঁয়া পেয়েছি
বিধ্বস্ত ভগ্ন হৃদয়ে আকাশছোঁয়ার অজস্র রঙিন স্বপ্ন মনে এঁকেছি
প্রস্তুত করেছি মনের মাঝারে ইচ্ছার অদম্য পাহাড়
তিল তিল করে সঞ্চয় করেছি শক্তি ও সাহস
যদিও ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শুকিয়ে গেছে অধরের সবটুকু পানি
তবুও আমি হারায়নি মনোবল
যে মনোবল আমার বিবেককে দিয়েছে সত্যের চেরাগ
মনকে দিয়েছে পরম প্রশান্তি
আমার জীবনকে দিয়েছে নতুন দিশা
যে দিশার আহ্বান পায় পথভোলা মানুষেরা মহামানবের আগমনের মাধ্যমে
এটাই সেই সত্য ও সুন্দরের পথ
যে পথে প্রতিদিন আল্লাহর নৈকট্য হাসিল হয়
অন্তরের মাঝে শুদ্ধতা ও পবিত্রতার বীজ বপন হয়
যে বীজ একদিন মহীরুহ হয়ে আত্মপ্রকাশ করে বিশ্ববাসীর সামনে
ব্যস্ত থাকে অমরত্বের সন্ধানে
যে অমরত্বের আলোয় পৃথিবীর আনাচে কানাচে প্রজ্বলিত তৌহিদের জ্ঞান
যে জ্ঞানের সন্ধান শুধুই মেলে নবি রাসুল অলি আল্লাহ গাউস কুতুবদের কাছে
যার আহরণে মেটে সিনার তৃষ্ণা
খুলে যায় হৃদয়ের বদ্ধ দুয়ার
অন্তঃদৃষ্টির আলোয় প্রতিভাত হয় জগতের হাল হাকিকত
তখনই মানুষ হয়ে ওঠে শুদ্ধ মানব, কখনো মহামানব ।

তাং-১২/০৭/২০২০ , ঢাকা ।

 

Related Articles

Back to top button