গল্প-কবিতা

নূরুন নাহারের কবিতা ‘আমার দেশ’

আমার দেশ, শ্যামল সবুজ দেশ,
আমার দেশ, গানের দেশ,
আমার দেশ ধানের দেশ,
আমার দেশ নদীর দেশ।।
আমার দেশের ভাটিয়ালী গান,
মন যে জুড়ায় বেশ-
আমার দেশের জারি সারি
আরো যে লাগে বেশ।।
আমার দেশ মায়ের দেশ
আমার দেশ সোনালি আঁশের দেশ।
আমার দেশ পাখি দেশ
দোয়েলের শিসের দেশ
আমার দেশের বাংলা ভাষা
লক্ষ কোটির স্বপ্ন আশা।
ভালোবাসি আমি বাংলাদেশটি
এ দেশের মাটি-সোনার চেয়েও আরো খাঁটি।

লেখক: নূরুন নাহার

Related Articles

Back to top button