গল্প-কবিতা
নূরুন নাহারের কবিতা ‘অবশেষে’
একদিন এসেছিলাম ভবে,
পার হয়েছে দিনগুলো কিভাবে কবে।
কত আনন্দ, বেদনা, আশা ছিল মনে,
হৃদয়ে সে কথা জ্বলে উঠে ক্ষণে ক্ষণে ।
পাড় হয়ে কত না নদী, সাগর,
পাড়ি দিয়েছি কত না ঢেউ, কত না ঝড়।
আল্লাহ্ নামের তসবী জপি-
এখন মনের মাঠে,
মাবুদ মোরে দাওগো শক্তি-
ফলাবো ফসল কেয়ামতের হাটে।
সর্বশক্তিমান দাওগো নাজাত
তাইতো-
তোমার মহিমা যাচি দিন রাত।