প্রধান সংবাদস্বাস্থ্য কথা

দেশে করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ২৩

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button