প্রধান সংবাদস্বাস্থ্য কথা

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে আগামীকাল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেলে ৩টা পর্যন্ত।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে গণটিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। সেটার দ্বিতীয় রাউন্ড বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচি সারাদেশের সব জেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. শামসুল হক।

তিনি বলেন, এই টিকাদান ক্যাম্পেইনে কোনো প্রথম ডোজ টিকা দেওয়া হবে না, কেবল দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। কেন্দ্র পরিবর্তন করে কোনো টিকা দেওয়া যাবে না। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকা দান কর্মসূচি চলবে। প্রয়োজন হলে বিকেল ৩টার পরও সময় বাড়িয়ে এ কর্মসূচি চলবে।

চিত্রদেশ//এফটি//

 

 

Related Articles

Back to top button