গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘আনন্দ ভূবন’

কতটা নিপুন হাতে!
মিথ্যা বিশ্বাসের ফাদঁ পেতেছ,
আমার মনে হে ছলনাময়।
আমি আপন কারুকার্যে
রাঙিয়ে ছিলাম তার জাল,
ছিড়তে দেইনি সুঁতো তার এতটুকু।
এতটুকু ফাঁক রাখনি তুমি,
একদম তুখুড় নাটক-
করেছ রচনা আমায় নিয়ে।
আমি আপন আলোয় ধৌত করেছি-
এক রঙিন জগৎ।
নাম রেখেছি তার ‘আনন্দ ভূবন’।

লেখক:কানিজ কাদীর

 

 

Related Articles

Back to top button