প্রধান সংবাদ

করোনা নিয়ে ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন।।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি স্থানীয়ভাবে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে বলেছেন তিনি

করোনাভাইরাসের টিকার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।

বৈঠকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সদস্য পদ গ্রহণ এবং এই লক্ষ্যে এই সংস্থার স্ট্যাটিউট সই ও অনুমোদন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

চিত্রদেশ//এফটি//

 

 

Related Articles

Back to top button